বিশ্বকাপে ভারতকে হারাতে পারলেই সেমিফাইনালে উঠবে পাকিস্তান!

MANCHESTER, ENGLAND - JUNE 16: Virat Kohli of India plays to the onside as Pakistan wicktekeeper Sarfaraz Ahmed looks on during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between India and Pakistan at Old Trafford on June 16, 2019 in Manchester, England. (Photo by Michael Steele/Getty Images)

ভারত- পাকিস্তান খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দুই হার মেনে নিতে চায়না, তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই

নতুন খবর হচ্ছে, আগামি ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আরব আমিরাতের সেই ম্যাচকে ঘিরে উত্তেজনার স্ফুলিঙ্গ ছড়াচ্ছে এখনই। ইতোমধ্যেই ম্যাচটিকে ঘিরে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এবার মতামত দিলেন ব্র্যাড হগ। সাবেক অস্ট্রেলিয়ান স্পিনারের মতে, পাকিস্তান যদি শুরুতেই ভারতের কাছে হেরে যায় তাহলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে না।

আগামি ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে হবে বাবর আজমের দলকে। ভারতের বিপক্ষে হেরে গেলে সেই ম্যাচেও বাড়তি চাপে থাকবে পাকিস্তান, মনে করছেন হগ।

হগ বলেন, ‘পাকিস্তান যদি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার আগে তারা খুব কম সময় পাবে। পাকিস্তান পরের রাউন্ডে যেতে পারবে কি না সেটা এখানেই নির্ধারিত হবে। পাকিস্তান যদি নিজেদের প্রথম ম্যাচেই হারে, আমার মনে হয় না তারা পরের রাউন্ডে যেতে পারবে। তখন ভারত পরের রাউন্ডে যাবে।’

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন কোন দল সেমিফাইনালে খেলবে সেটাও অনুমান করেছেন নিজ সময়ের অন্যতম সেরা এই স্পিনার। ভারতকে পাকিস্তান হারাতে পারলে গ্রুপ-২ থেকে এই দুই দলই সেমিফাইনাল খেলবে, বিশ্বাস তাঁর।

হগ আরও বলেন, ‘গ্রুপ-১ থেকে সেমিফাইনালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। আর পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে গ্রুপ-২ থেকে যাবে ভারত ও পাকিস্তান।’