বিশ্বকাপে শরিফুলের অভিষেক, দেখেনিন দুই দলের একাদশ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে বাংলাদেশ ও ইংল্যান্ড উভয় দলেরই এটি দ্বিতীয় ম্যাচ।

এদিকে বিশ্বকাপে তো বটেই, টি-টোয়েন্টি ফরম্যাটেও এবারই প্রথম পরস্পরের মুখোমুখি হয়েছে দুই দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে, যিনি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলবেন।

বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগান, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।