বিশ্বকাপ দল ছেড়ে দেশে ফিরে আসছেন বিপ্লব

এবার বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই সদস্য হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লবকে দেশে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশে ফিরে আসছে এই স্পিনার।

গত ৯ সেপ্টেম্বর রুবেল হোসেন ও আমিনুল ইসলামকে স্ট্যান্ডবাই হিসেবে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। রুবেলকে বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। আর বিপ্লবকে দেশে পাঠানো হচ্ছে।

এদিকে বিপ্লবকে না রাখা নিয়ে দলের সঙ্গে ওমানে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘বিপ্লবকে এখন প্রয়োজন মনে হচ্ছে না। তাই তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।’

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।