বিশ্বকাপ পেতে অনশনে বসেছিল মরগ্যানঃ শেবাগ

ভারতের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে শেবাগ অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, আবারও আলোচনায় চলে এলো ২০১৯ বিশ্বকাপের বিতর্কিত ফাইনাল। যাতে নিউজিল্যান্ডকে বিতর্কিতভাবে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সেই ইস্যু টেনে এনে এবার কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক এইউন মরগ্যানকে খোঁচা মারলেন বীরেন্দ্র শেবাগ। নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে অশ্বিনের বিরুদ্ধে রান চুরির অভিযোগ করেন মরগ্যান। তার আদর্শ নিয়েও প্রশ্ন উঠে।

সেই বলটি ঋষভ পন্থের গায়ে লেগে অন্য দিকে চলে যাওয়ার পর রান নেওয়ার চেষ্টা করেন অশ্বিন। মরগ্যানের অভিযোগ, এটি ক্রিকেটের নীতির বিরুদ্ধে। অশ্বিন যদিও বলেন, তিনি দেখতে পাননি বল কারও গায়ে লেগে অন্যদিকে গেছে কি না। দীনেশ কার্তিক বলেন, ‘এই ভাবে রান নেওয়া পছন্দ করে না মরগ্যান।’

শেবাগ টুইট করে লেখেন, ‘১৪ জুলাই, ২০১৯ সালে বেন স্টোকস ব্যাট করছিল শেষ ওভারে। সেই সময় নিশ্চয়ই মরগ্যান মহাশয় লর্ডসের বাইরে অনশনে বসেছিলেন বিশ্বকাপ শিরোপা পাওয়ার জন্য! মনে হচ্ছে, মরগ্যান বিশ্বকাপ হাতে নিতে চায়নি বলেই নিউজিল্যান্ড জিতেছিল! উনি এসেছেন নীতি শেখাতে।’