বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে পাকিস্তানঃ হাসানের হুঁশিয়ারি

পাকিস্তানের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হাসান আলী। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তানের সিমিং অলরাউন্ডার হাসান আলি। জানালেন, নিজেদের দিনে বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে পাকিস্তান।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৭ অক্টোবর। ২৪ তারিখ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ২০০৯ সালের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল ভারত। স্বাভাবিকভাবেই ম্যাচটি নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্ত মহলে।

হাসান ভালোভাবেই জানেন, জিতলে চাইলে নিজেদের শতভাগ নিংড়ে দিতে হবে সবাইকে। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের টিম কম্বিনেশন অনেক ভালো। নিজেদের দিনে আমরা বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। দলের ওপর পূর্ণ আস্থা আছে। আমরা শতভাগ দিতে পারব।’

সক্ষমতা থাকলেও নির্দিষ্ট দিনে ফলাফল কী হয় সেটা বলা মুশকিল। তাই ম্যাচে লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে চান হাসান, ‘আমি এটা দাবি করছি না যে আমরা ট্রফি নিয়ে ফিরে আসবো। কারণ ফলাফল আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হল আমরা চেষ্টা করতে পারি এবং এটা নিশ্চিত করতে পারি যে প্রতিটি খেলায় নিজেদের সেরাটা দিয়ে লড়াই করব।’