বিয়েবার্ষিকীতে দেশবাসীর দোয়া চাইলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক

প্রতিটি মানুষের জীবনে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জন্ম ও মৃত্যুর পরই মানুষের জীবনে বিয়ে অনেক বড় একটি ঘটনা। যারা নিজ ইচ্ছায় বিয়ে করেন না তাদের ব্যাপার আলাদা। তবে অধিকাংশ মানুষেরই কিন্তু বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে।

নতুন খবর হচ্ছে, সপ্তম বিয়েবার্ষিকীতে দোয়া চেয়েছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক।

রোববার (৩১ অক্টোবর) বিয়েবার্ষিকী উপলক্ষে মুজিবুল হক ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আজ আমাদের সপ্তম বিয়েবার্ষিকী। প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

এদিকে, বিয়েবার্ষিকীতে তাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান লিখেছেন, ‘অভিনন্দন, শতায়ু হন’।

২০১৪ সালে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন মুজিবুল হক। মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়ে ওই বছরের ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনার হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। ২০১৬ সালের মে মাসে তিনি কন্যাসন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তাদের ঘর আলো করে আসে যমজ পুত্রসন্তান।