বৃথা গেলো আইচের একার লড়াই, হারল বাংলাদেশ

বাংলাদেশ- শ্রীলঙ্কা খেলা মানেই টানটান উত্তেজনা খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিপর্যয় কাটিয়ে ম্যাচের শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি ৮৬ রান করা আইচ মোল্লাহ। শ্রীলঙ্কা যুবা দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪২ রানে হেরেছে বাংলাদেশ।

ডাম্বুলায় ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৩১ রানে এসে নিজেদের প্রথম উইকেট হারায় টাইগার যুবারা। এরপর ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশের যুবারা। শুরুর বিপর্যয় সামলে প্রতিরোধ গড়ে তোলেন আইচ ও আরিফুল।

তারা দুজনে মিলে যোগ করেন ৭০ রান। ছয়ে নামা আরিফুল ইসলাম ৩৮ রানে সাজঘরে ফিরলে ভাঙে তাদের এই জুটি। এরপর আবারও বাংলাদেশের ব্যাটিং ধস নামে। পরবর্তী ৩০ রান করতে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্তে আশার প্রদীপ হয়ে দাঁড়িয়েছিলেন আইচ।

শেষ ব্যাটসম্যান হিসেবে আইচ ফিরলে ৪২ রানের হার দেখতে হয় বাংলাদেশকে। মাত্র ১৪ রানের জন্য এদিন সেঞ্চুরির আক্ষেপেও পুড়তে হয়েছে আইচকে। ৯৩ বলে ৮৬ রানের ইনিংস খেলার দিনে ৯টি চার মেরেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে চারটি উইকেট নিয়েছেন ত্রিভিন ম্যাথুস।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করে শুরু থেকেই আসা যাওয়ার মধ্যে ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দলীয় ৩২ রানেই তিন উইকেট হারায় তারা। সদেশ জয়াবর্ধনেকে ৪ রানে বিদায় করেন রিপন। এরপর শেভন ড্যানিয়েলকেও (১২) বিদায় করেন তিনি। জিয়াকা শশিনকে (১৩) বিদায় করেন কিবরিয়া।