ভারতের জালে ইয়াসিন আরাফাতের গোল

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ইয়াসিন আরাফাতের দুর্দান্ত গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ মানেই যেন সুনীল ছেত্রীর গোল। আজ মালে স্টেডিয়ামে সাফের ম্যাচেও তাই ঘটেছে। ম্যাচের ২৬তম মিনিটে উদান্ত সিংয়ের বাড়ানো বলে গোল করেছেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের ডিফেন্ডার ইয়াসিন ঠিকমতো মার্কিং করতে পারেননি। এই গোলটি ভারত করেছে অবশ্য প্রতি আক্রমণে। ২৫ মিনিটে জামালের ফ্রি-কিক সাদ উদ্দিনের হেড বক্সের মধ্যে। তপু-তারিক লাফিয়েও পোস্টে রাখতে পারেননি। ওই আক্রমণের পরপরই দ্রুত গতির এক আক্রমণ করে সুনীলরা গোল আদায় করেন।

সাত মিনিটে বক্সের একটু সামনে ভারতের বাঙালি ডিফেন্ডার প্রীতম কোটালের নেওয়া ফ্রি কিকে অবশ্য বিপদজনক কিছু ঘটেনি। বল পজেশনে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। ভারত বিল্ডআপ ফুটবল এবং সংঘবদ্ধ আক্রমণের চেষ্টা করেছে।

বাংলাদেশ রক্ষণে বেশি মনোযোগ দিয়েছে। প্রতি আক্রমণ করার চেষ্টা করেছে মাঝে মধ্যে। ইব্রাহীম ও মতিন মিয়া কয়েকটি আক্রমণ করার চেষ্টা করেছেন। ২১ মিনিটে ম্যাচে প্রথম কর্নার আদায় করে বাংলাদেশ।

ম্যাচের ২৮ মিনিটে মতিনের বাড়ানো বলে গোলের সুযোগ সৃষ্টি হয়েছিল। বিপলুর নেয়ার শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়। ৩০ মিনিটে ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। জামালের নেওয়া ফ্রি কিক তপু হেড করতে পারেননি। ইয়াসিন হালকা মাথায় লাগালেও বল পোস্টে ছিল না। ৩৮ মিনিটে বাংলাদেশ ম্যাচের সেরা মুভ করেছিল। মতিন মিয়া ও সাদ উদ্দিনের সমন্বয়ে বাড়ানো বলে বিপলুর অনটার্গেট শট ভারতের গোলরক্ষক গুরপ্রিত সিং দুর্দান্ত সেভ করেন।

এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে ১-১ সমতায় ফিরে বাংলাদেশ।