ভারত–পাকিস্তানের ম্যাচ বাতিল করা উচিত

ভারত-পাকিস্তানের খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, অনেক জল্পনা কল্পনা পেরিয়ে শুরু হয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। দীর্ঘ পাঁচ বছর পরে এই টুর্নামেন্ট শুরু হওয়ার পেছনে ছিলো বাড়তি আমেজ। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভের খেলা। এর পরদিন মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ইংল্যান্ডে হওয়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আর মুখোমুখি হয়নি দুই দল।

দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মহারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কথার লড়াই। এবার সেখানে যোগ দিলেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তারা চাচ্ছেন না, এ ম্যাচটি হোক। তাদের মতে, এ ম্যাচের মাধ্যমে বাড়তে পারে দুই দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা।
সম্প্রতি জম্মু-কাশ্মীরে বেসামরিক নাগরিকদের হত্যা বেড়েই চলেছে। গত শুক্রবার (১৫ অক্টোবর) কুলগামে দুই বেসামরিক ভারতীয় নাগরিককে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। তারা জম্মু-কাশ্মীরের বাসিন্দাও ছিলো না। উত্তর প্রদেশে থাকতেন তারা।

এসব ঘটনা মিলিয়ে ভারতীয় গণমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দাবি তুলেছেন ভারত-পাকিস্থানের ম্যাচটি যেনো পুনর্বিবেচনা করা হয়। তিনি বলেছেন, ‘ভারত পাকিস্থানের ম্যাচটি আবার বিবেচনা করা দরকার। কারণ জম্মু-কাশ্মীরের বিষয় নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিবেশ চলছে।’

এছাড়া পাঞ্জাবের মন্ত্রী পারগাত সিং এ ম্যাচ বাতিলের দাবি তুলেছেন। তার মতে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়ানো উচিত নয়। কারণ দুই দেশের সীমান্তের অবস্থা এখন স্বাভাবিক নয়। দুই দেশই খুব চাপের মধ্য দিয়ে যাচ্ছে। সমস্যা আরও বাড়তে পারে- এমন কিছু করা উচিত নয় আমাদের।’