ভারত ব্যাটিং-বোলিংয়ে সেরাঃ কোহলি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই দলটিকেই ব্যাটিং-বোলিং উভয় বিভাগে সেরা হিসেবে অভিহিত করেছেন দলপতি বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে গতকাল শনিবার (৩০ অক্টোবর) এ কথা বলেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। আজ রবিবার দু’দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ উইকেটে হারলেও বাস্তবিক অর্থে ভারত এই বিশ্বকাপের ফেবারিট দলগুলোর একটি। টুর্নামেন্ট শুরুর আগেও বিরাট কোহলিদের শিরোপা জেতার জন্য অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছিল। নিন্দুকরাও হয়তো ছিলেন সেই কাতারে। লোকেশ রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়াদের নিয়ে সমৃদ্ধ ভারতের ব্যাটিং লাইনআপ। কোহলি তো আছেনই, বোলারদের মধ্যে তাদের বড় অস্ত্র জাসপ্রীত বুমরাহ। মোহাম্মদ শামি, অশ্বিনদের মতো পরীক্ষিত বোলারও রয়েছেন দলে। বিরাট কোহলির কথা তাই ফেলনা হিসেবে উড়িয়ে দেওয়া যায় না কোনোভাবেই।

বিরাট কোহলি বলেন, ‘এখানের ম্যাচগুলোতে টস অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই অবস্থায় হয়তো আপনি চ্যালেঞ্জ নিন নয়তো টসের ওপর নির্ভর করুন। তবে আমরা দল হিসেবে ভালো; ব্যাটিং-বোলিং উভয় বিভাবেই যথেষ্ট ভালো বলা যায় আমাদের স্কোয়াডকে, সেটা যে পরিস্থিতিতে হোক না কেন।’

এদিকে টি-টোয়েন্টিতে পুরো ম্যাচে যাই খেলা হোক না কেন, দুই কিংবা তিন ওভারেই পালটে যেতে পারে দৃশ্যপট। অসম্ভবকে সম্ভব বানিয়ে জয় পেয়ে যেতে পারে কোনো দুর্বল দলও। কোহলির ভাষায়, আপনি টি-টোয়েন্টিতে টস নিয়ে ভাবার সময় পাবেন না। এমন হতে পারে যে খেলা খুব ভালো চলছে, কিন্তু দুই-তিন ওভারেই সবকিছু তথা জয়-পরাজয়ের সমীকরণ পরিবর্তন হয়ে গেল।

নিউজিল্যান্ডের বিপক্ষে এ ম্যাচ দিয়ে ইতিহাস বদলাতে চায় ভারত। এই ফরম্যাটের বিশ্বমঞ্চে কিউইদের বিপক্ষে এখনো কোনো জয় নেই ভারতের। সেই ভারত পাকিস্তানের বিপক্ষে লজ্জার হার হারলেও নিউজিল্যান্ড কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে বাবর আজমদের বিপক্ষে।

সব মিলিয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বীবিত নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে মরিয়া। এ সম্পর্কে কিউই পেসার ট্রেন্ট বোল্ট বলেন, ভারতের বিপক্ষে সব সময় লড়াই কঠিন হয়। প্রথম ম্যাচে হারার পর আমরা নতুনভাবে ভাবছি। আশা করি আমরা ঘুরে দাঁড়াব।