ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই ফল ঘোষণা

আজ বুধবার (৬ অক্টোবর) সারাদিন সরগরম ছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় শের-ই-বাংলার চত্বর। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ। কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার।

সারাদিন জুড়েই কাউন্সিলররা দলবল নিয়ে এসে ভোট দিয়েছেন। আজ দুপুর ২টায় বিসিবিতে প্রবেশ করেন নাজমুল হাসান পাপন। গাড়ি থেকে নেমে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেট দিয়ে ঢোকেন তিনি। আগে থেকেই উপস্থিত ছিলেন সমর্থকরা।

নাজমুল হাসান নামার পরেই তাকে নিয়ে শুরু হয় মিছিল। স্লোগানে স্লোগানে মুখরিত হয় শের-ই-বাংলা। এই মিছিল নিয়েই বিসিবিতে ঢোকেন তিনি। এরপর নিজের ভোট প্রদান করেন আবাহনী লিমিটেডের কাউন্সিলর হিসেবে।

এবারের নির্বাচনে কোনো প্যানেল না থাকায় মোটামুটি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। যদিও বেশ কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত হয়েছেন সাতজন। ভোটগ্রহণ উপলক্ষে বিসিবিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

ভোটগ্রহণ শেষে আজই বেসরকারিভাবে জয়ীদের নাম ঘোষণা করা হবে। সরকারিভাবে ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর)।