মন্দির ভাঙচুরের মামলায় গ্রেফতার ৩

হিন্দুদের দেশ ত্যাগ মানে বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়ার প্রবণতা কখনো বন্ধ হয়নি৷ যাওয়ার হার কখনো কমেছে, কখনো বেড়েছে৷ কিছু গবেষণা ও বহু পরিসংখ্যান আছে৷

নতুন খবর হচ্ছে, চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় মন্দির ভাঙচুর ও সহিংসতার ঘটনায় করা মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে মীরসরাই পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) রাতে মীরসরাই পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মীরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহমদ (৬০), যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হুসাইন (৩০) ও বিএনপি নেতা নজরুল ইসলাম (৩৫)। তারা তিন জনই ওই মামলার এজাহারভুক্ত আসামি। হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৪ অক্টোবর মামলাটি করা হয়। মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত মিলে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মীরসরাই থানার এসআই সাইদ হোসেন বলেন, ‘তাদের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় একটি মামলা রয়েছে, সেজন্য গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

হাটহাজারী থানার এসআই আকরাম হোসেন বলেন, ‘গত ১৩ অক্টোবর হাটহাজারী থানা এলাকায় মন্দির ভাঙচুরসহ সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। গ্রেফতারের পর সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।’