মালদ্বীপের বিপক্ষে জয় পেতেই মাঠে নামবে বাংলাদেশ

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, প্র্যাকটিস শেষে আইস বাথ নিয়ে ফিরছেন ইয়াসিন আরাফাত। আগের দিন ভারতের বিপক্ষে গোল করে আছেন ফুরফুরে মেজাজে। ফেরার পথে দেখা বড় ভাই তপু বর্মনের সাথে। পৌনে দশটা থেকে সোয়া বারোটা অব্দি প্র্যাকটিস করে ক্লান্ত তপু আইস বাথ নেয়ার অপেক্ষায়। যেতে যেতে ইয়াসিনকে বলে গেলেন, ‘বৃহস্পতিবারে গোলটা কিন্তু আমিই করবো। দেখে নিস।‘

কথোপকথনটা কাল্পনিক হলেও প্র্যাকটিস শেষে আইস বাথ নেয়ার ঘটনায় কিন্তু নেই বিন্দুমাত্র কল্পনাও। মঙ্গলবার প্রায় দেঢ় ঘন্টা প্র্যাকটিস করেছে ইয়াসিনরা। এরপর নিয়েছেন আইস বাথ। বুধবার বিকেলে নামবেন প্রি-ম্যাচ প্র্যাকটিস সেশনে; বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ। দল হিসেবে মালদ্বীপ বেশ শক্তিশালী হলেও, জয়ের বিকল্প কিছুই ভাবছে না বাংলাদেশ দল। বিপরীত দলের রক্ষণভাগে আছে কিছু দুর্বলতা, সেই সুযোগটাই নিতে চায় মতিন মিয়ারা।

“মালদ্বীপের আক্রমণভাগ শক্তিশালী হলেও রক্ষণভাগ কিছুটা দুর্বল। এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। দলের ফরোয়ার্ডদের নিয়ে কোচ কাজ করছে। আশা করি, পরের ম্যাচেই গোলের দেখা পাবে তারা”- মালদ্বীপের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মতিন মিয়া