মুস্তাফিজকে বাংলাদেশ দলের ‘নেতা’ মনে করেন রিয়াদ

বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজ। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। বর্তমানে মাতাচ্ছে আইপিএল।

নতুন খবর হচ্ছে, বল হাতে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলেও মুস্তাফিজ ছড়াচ্ছেন আলো। ফর্মের তুঙ্গে থাকা এই পেসারকে দলের নেতা হিসেবে আখ্যা দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রিয়াদ মনে করছেন, বিশ্বকাপে বাংলাদেশ দলের পেস বোলিং লাইনআপ সমৃদ্ধ, আত্মবিশ্বাসী ও ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, ‘গত কয়েক সিরিজ ধরে আমাদের বোলিং ইউনিট অসাধারণ। এই মুহূর্তে আমাদের বোলিং ইউনিট বেশ আত্মবিশ্বাসী, সমৃদ্ধ, ভারসাম্যপূর্ণ। তাই তাদের নিয়ে আমি আশাবাদী।’

আলাদাভাবে মুস্তাফিজের প্রশংসা করে রিয়াদ বলেন, ‘এই মুহূর্তে মুস্তাফিজ টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। র‍্যাংকিংও যদি দেখেন- ফাস্ট বোলারদের মধ্যে ও শীর্ষে আছে। আমাদের দলে সে গুরুত্বপূর্ণ একজন নেতা। সে সবাইকে তার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে সহায়তা করে। বাকি পেসাররাও ভালো করছে। তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন ভালো করছে; দলের সাথে রুবেলও আছে।’