মুস্তাফিজদের হারিয়েই প্লে-অফ নিশ্চিত করতে চান সাকিব

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে তিনটি দল ইতোমধ্যে নিশ্চিত করেছে প্লে-অফ। শেষ চার দলের অংশ হয়ে কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে আর একটি দল। সেই দৌড়ে এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স।

সেক্ষেত্রে কলকাতার শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলকাতা খেলবে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। মুস্তাফিজদের হারিয়ে প্লে-অফ নিশ্চিত করতে মুখিয়ে আছেন নাইটদের বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।

গতকাল রবিবার (৩ অক্টোবর) সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শেষ চারের স্বপ্ন জিইয়ে রেখেছে সাকিবের দল। ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল সাকিবেরও। ম্যাচ শেষে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে সাকিব বলেন, ‘হ্যাঁ, ভালো লেগেছে। এই জয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। জিততে পেরে খুবই ভালো লাগছে।’

এ সময় মুস্তাফিজদের বিপক্ষে ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘আরও একটি ম্যাচ জিতলে কোয়ালিফায়ার পর্বে যেতে পারব। সেই ম্যাচের জন্য মুখিয়ে আছি। শেষ দুই ম্যাচই ডু ওর ডাই এর মত। শেষ ম্যাচ জিতলেই কোয়ালিফাই করব। তাই সবই আমাদের হাতে।’

এ সময় সাকিব আরও বলেন, ‘আমাদের ফাস্ট বোলাররাও শুরুতে খুব ভালো বল করেছে, যা আমাদের স্পিনারদের ভালো বোলিং চালিয়ে যেতে সহায়তা করেছে। আমাদের দলের জন্য দোয়া করবেন যেন আমরা কোয়ালিফাই করি।’