মেসি-সুয়ারেজকে টপকে নেইমারের রেকর্ড

আসন্ন কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলক দেখালেন নেইমার জুনিয়র। উরুগুয়ের বিপক্ষে দলের বড় জয়ে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

আজ সকালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে একটি গোল করেছেন নেইমার। সেই সাথে অবদান রেখেছেন সতীর্থদের আরও দুই গোলে। সবমিলিয়ে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ম্যাচই কাটালেন পিএসজির হয়ে মাঠ মাতানো এই তারকা।

এদিকে দুর্দান্ত এই জয়ের পথে জাদুকরী পারফরম্যান্সে ভর করে দারুন একটি মাইলফলকও স্পর্শ করেছেন নেইমার। গোল করানোয় আজ একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।

এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বের চলতি সংস্করণ চালুর পর গোল করানোয় চিলি তারকা অ্যালেক্সিস সানচেজের রেকর্ড ছুঁলেন নেইমার। সমান ১৫টি করে গোল করিয়েছেন দুজন। আজ দুই গোল করিয়ে রেকর্ডটি ছুঁলেন নেইমার। এ পথে তিনি টপকে গেলেন সমান ১৩টি করে গোল করা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে।