যেখান থেকে শুরু সেখানেই শেষ, ‘৩৯’ এর অদ্ভুত বৃত্তে বন্দি কোহলি

চলতি আইপিএলের প্রথম এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৪ উইকেটে হারে কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচে ৩৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটার। এতে ৩৯ সংখ্যাটির সাথে কোহলির কাকতালীয় মিলও খুঁজে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

এদিকে গত ম্যাচেই অধিনায়ক হিসেবে আরসিবির হয়ে শেষ ম্যাচ খেলেন কোহলি। দলটির হয়ে অধিনায়কত্বের প্রথম ম্যাচেও তিনি করেছিলেন অপরাজিত ৩৯ রান। অধিনায়ক হিসাবে তিনি খেলেছেন ১৩৯ টি ইনিংস।

আবার আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ রানও ১৩৯। এমনকি নিজের শেষ হাফ সেঞ্চুরিও কোহলি আইপিএলের এই মৌসুমের ৩৯তম ম্যাচে করেছেন। আর নিজের শেষ ম্যাচে কেকেআরকে ১৩৯ রানের টার্গেট দিয়েছিলো তার দল আরসিবি।

এদিকে যেখান থেকে শুরু সেখানেই শেষ। এমন অদ্ভুত বৃত্তে বন্দি হয়ে শেষ হলো ভিরাট কোহলির আইপিএলের অধিনায়কত্ব। ৩৯ সংখ্যার সাথে তার এমন কাকতালীয় মিলে অবাক হয়েছেন অনেকেই।