রাজধানীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আটক ৩

ট্রেন ভ্রমণ সাশ্রয় হলেও যেন নিরাপদ থাকছে না। দিন কিংবা রাতে যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বাড়ছে। নিক্ষিপ্ত পাথরে কেউ আহত কেউ পঙ্গুত্ববরণ করছে।

নতুন খবর হচ্ছে, রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের সময় হাতেনাতে তিন তরুণকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (২০ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আকাশ রহমান (১৮) রিফাত ইসলাম (১৯) ও মো. হাসান (১৯)

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবর বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশন অতিক্রম করার সময় ওই তিন তরুণ চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। পরে তাদের হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নারায়ণগঞ্জ এলাকায় থাকেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।