রাজারবাগ পীরের সব আস্তানা বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট

“বাংলাদেশের স্বাধীনতা পূর্ব পীরবাদী সংস্কৃতি যদি আমরা দেখি, সেখানে একটি আউলিয়াভিত্তিক সংস্কৃতি ছিল। যেখানে গানবাজনা, উৎসব, মেলা এবং একটা লোকাচার ছিল। আমাদের এখানে সুফিবাদের চর্চা দীর্ঘদিনের।” আছে মুদ্রার উল্টা পিঠও।

নতুন খবর হচ্ছে, ধর্মের নামে সাধারণ মানুষকে ধোঁকা ও প্রতারণা বন্ধে রাজারবাগ পীরের সব আস্তানা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ২৩ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফ ও পীর দিল্লুর রহমানের সব সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।

গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফের সব সম্পদ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাজারবাগ পীরের আইনজীবীরা।