শিরোপা জিতে নিজের সেঞ্চুরি স্মরণীয় করে রাখতে চান গ্রিজম্যান

এমনিতেই উয়েফা নেশন্স লিগের ফাইনাল ম্যাচ। তার উপর এনতোয়াইন গ্রিজম্যানের জন্য ম্যাচটি আরও বিশেষ কিছু। দেশের জার্সি গায়ে এদিনই যে মাঠে নামবেন একশতম ম্যাচ খেলতে। এদিকে নিজের ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার ম্যাচটি শিরোপা জয়ের উৎসব দিয়ে স্মরণীয় করে রাখতে চান এই ফরোয়ার্ড।

উয়েফা নেশন্স লিগের ফাইনালে আজ রাতে মিলানে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। এই ম্যাচে নিশ্চিতভাবেই খেলবেন গ্রিজমান। তার ম্যাচ খেলার সেঞ্চুরিও হয়ে যাবে তাতে।

এদিকে পুরো ক্লাব ক্যারিয়ার যে দেশে কাটিয়েছেন গ্রিজমান, সেই স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ হচ্ছে তার সেঞ্চুরি। ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের চাওয়া, দলীয় সাফল্যে রাতটি রাঙানো।

তিনি বলেন, “বিশেষ একটি রাত হতে যাচ্ছে এটি। ম্যাচটি আমাদের জিততে হবে। ট্রফি জয়ের ব্যাপার আছে, আমরা তাই সাফল্যের জন্য সবকিছু করব। এটা করার উপযুক্ত দলও আমাদের আছে।”

তিনি আরও বলেন, “১০০তম ম্যাচ বিশেষ কিছু। এই মাইলফলকের দেখা পাওয়া ফুটবলার খুব বেশি নেই। আমি তাই খুবই গর্বিত এবং আশা করি, আজকের রাত আমরা ভালোভাবে শেষ করতে পারব।”