শিশির থেকে বাঁচতে দিনের আলোতেই খুশি বাংলাদেশ

বাংলাদেশ- শ্রীলঙ্কা খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দুই হার মেনে নিতে চায়না, তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই

নতুন খবর হচ্ছে, ‘গ্রুপ টু’ নিয়ে এতদিন বিশ্লেষণ করলেও বাংলাদেশকে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে হবে ‘গ্রুপ ওয়ান’ এ। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে রানার-আপ হয়ে বাংলাদেশ উঠেছে শীর্ষ ১২ দলের লড়াইয়ে। এই পর্বে টাইগারদের সবগুলো ম্যাচই দিনের আলোয়।

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর দুইটায়। আরব আমিরাতের প্রখর রোদ আর গরমে ক্রিকেটাররা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন কি না- এমন প্রশ্ন অনেকের মনেই। যদিও বাংলাদেশ দল রাতে ম্যাচ না পেয়ে খুশি।

আর এই খুশি হওয়ার কারণ- দিনের ম্যাচে শিশিরের কোনো প্রভাব নেই। তাই বোলারদেরও থাকছে না বাড়তি দুর্ভাবনা।

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘ম্যাচ দুইটায় শুরু হওয়া নিয়ে আমরা খুশি। এটা আমাদের জন্য ভালো হল। অন্তত সমীকরণ নিয়ে ভাবতে হবে না। আমি মনে করি আমাদের স্পিনাররা লড়াইয়ে এগিয়ে থাকবে। অন্যান্য দল কিন্তু শিশির নিয়ে অনেক দুর্ভাবনায় আছে।’
সুপার টুয়েলভের ‘চ্যালেঞ্জ’ নিতে মুখিয়ে আছে বাংলাদেশ
রবিবার সুপার টুয়েলভ মিশন শুরু করবে বাংলাদেশ।

রাতে ম্যাচ না থাকায় যেমন আক্ষেপ নেই, তেমনি পূর্বপরিকল্পনা অনুযায়ী ‘গ্রুপ টু’তে খেলতে না পারাতেও কোনো আক্ষেপ নেই টাইগারদের। ডমিঙ্গোর চোখে প্রতিটি দল, প্রতিটি ম্যাচই সমান। আইসিসির অদ্ভুত নিয়ম পরিবর্তনে তাই তার কোনো অভিযোগ নেই।

তিনি বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে যেকোনো দল যে কাউকে হারাতে পারে। তা আপনি এই গ্রুপেই থাকুন আর অন্য গ্রুপে। দুই গ্রুপই সমান কঠিন। তাই আমাদের কোনো সুবিধাও হয়নি, অসুবিধাও হয়নি।’