শুধু লিটন না, দলের কেউই ভালো করছে না: প্রধান নির্বাচক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশের এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় মুখোমুখি হবে দুই দল। বর্তমান চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে লড়াইয়ে নামার আগে লাল সবুজের প্রতিনিধিদের মানসিক অবস্থা যে ভালো নয় এটা অনুমেয়।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ম্যাচ হারলে যেটা হয়, সবাই একটু আপসেট থাকে। আমাদের ছেলেরাও হারাতে এখন একটু আপসেট। এখন এটা নিয়ে বসে থাকলে তো হবে না। এটা থেকে ওভারকাম করতে হবে। আমরাও সেভাবে দিক নির্দেশনা দিচ্ছি।’

মিনহাজুলের আশা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তদের অনুপ্রেরণা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কথা তো হচ্ছেই, সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ কালকের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে।’

এদিকে প্রত্যেক ম্যাচেই বাংলাদেশের শুরুটা বাজে হচ্ছে। ওপেনার মোহাম্মদ নাঈম রান পেলেও লিটন দাস যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলতেই প্রধান নির্বাচক জানান, শুধু লিটন না, দলের কেউই ভালো করছে না।

তিনি বললেন, ‘লিটন দাস তো একা খারাপ করছেন তা নয়, পুরো দলই খারাপ করছে। দলের কেউই ভালো পারফরম্যান্স করতে পারছেন না। কেউ আপ টু দ্য মার্ক খেলতে পারছেন না। একটা ভালো ইনিংস খেলার পর পরে রান পাচ্ছেন না।’

জানতে চাওয়া হয়, ওপেনিংয়ে কোনো পরিবর্তন আসতে পারে? মিনহাজুল বলেন, ‘এখন পরিবর্তনের বিষয় তো টিম ম্যানেজমেন্ট দেখবে, এটা আমি বলতে পারব না।’