শেষ মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন রুবেল

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে রুবেল অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, টাইগার পেসার রুবেল হোসেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভূক্ত হয়েছেন। বাংলাদেশ দলের নির্বাচক প্যানেল আজ রুবেল হোসেনের অন্তর্ভূক্তির কথা নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে স্ট্যান্ড বাই হিসাবে দলের সঙ্গে ওমান গিয়েছেন রুবেল হোসেন। তবে এখন থেকে টুর্নামেন্টে স্কোয়াডের অতিরিক্ত সদস্য হিসাবে থাকবেন তিনি। বাংলাদেশের পক্ষে ২৮ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন রুবেল হোসেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডঃ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারী ও রুবেল হোসেন।