শোয়েব আখতারকে অপমান করা সেই টিভি উপস্থাপককে এক হাত নিলেন ইমরান খান

সম্প্রতি পাকিস্তানের পিটিভি স্পোর্টস এর টিভি উপস্থাপক নোমান নিয়াজ ও শোয়েব আখতারের লাইভ অনুষ্ঠানে তর্কের ইস্যুতে এই মুহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে সরগরম। এবার সেদিনের ঘটনা নিয়ে কথা বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ২৬ অক্টোবর মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পাঁচ উইকেটের জয়ের পর পিটিভিতে এক লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শোয়েব আখতার।

এ সময় টিভি উপস্থাপক নিয়াজের মধ্যে আলাপ-আলোচনার একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান পাকিস্তানি গতিতারকা। নিয়াজের আচরণকে ঔদ্ধত্যপূর্ণ দাবি করে ইমরান খান বলেছেন, ‘তিনি (নিয়াজ) এভাবে কাউকে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বলতে পারেন না।’

পাক প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, ‘শোয়েবের সঙ্গে এমন আচরণ করার আগে তার (নিয়াজ) একশবার ভেবে দেখা উচিত ছিল। দেশের একজন তারকা ক্রিকেটারকে আন্তর্জাতিক গ্রেটদের সামনে অপমান করার সাহস তার হয় কিভাবে!’

এ সময় শোয়েবের প্রশংসা করে পাকিস্তানি সাবেক অধিনায়ক ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘তাকে (শোয়েব) ধন্যবাদ। অনুষ্ঠানে সে যথেষ্ট মাথা ঠাণ্ডা রেখেছিল সমস্যার সমাধান করার জন্য।’