শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে মিশন শুরু করার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। বাংলাদেশের করা ১৪৭ রানের জবাবে ৭৯ রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা শেষ ৫ ওভারে ৫৩ রান নিয়ে জয় তুলে নেয়।

এদিকে আবুদাবিতে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।
নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।

১ চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৩৪ রান আগে সৌম্য সরকারের ব্যাট থেকে। আর শেষদিকে মাহেদীর ১৬ আর সোহানের ১৫ রানে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে সেই চাপ শক্ত হাতে সামাল দেন অভিষকা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে।

শেষ ৫ ওভারে যখন ৫৩ রান প্রয়োজন তখন বাংলাদেশি বোলারদের বোলারদের পিটিয়ে অভিষকা ফার্নান্দো দুর্দান্ত হাফসেঞ্চুরি হাকান। আর সেই সাথে বাংলাদেশকে ৪ উইকেটে হারায় শ্রীলঙ্কা।