শ্রীলঙ্কার পর ভারতকে হারানোর ছক কষছে বাংলাদেশ

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় অনুশীলন। গতকাল (শুক্রবার) ম্যাচ থাকায় আজ (শনিবার) রিকভারির কাজই বেশি করিয়েছেন কোচ অস্কার ব্রুজন। বাংলাদেশ দলের ফুটবলারদের দেখা গেল ফুরফুরে মেজাজে। এই মেজাজে আগামী পরশু (সোমবার) ভারতকে মোকাবেলা করতে চান জামাল ভূঁইয়ারা।

সাফ অঞ্চলের মধ্যে ভারতের র‍্যাঙ্কিং সবচেয়ে কম। বাংলাদেশ দ্বিতীয় সর্বনিম্ম। র‍্যাঙ্কিংয়ে বিস্তর পার্থক্য থাকলেও প্রতিবেশি দুই দেশের ম্যাচ মানেই ভিন্ন উন্মাদনা।

বাংলাদেশের ফুটবলাররাও রোমাঞ্চিত ভারতকে মোকাবেলা করার জন্য, ‘আমরা সকল খেলোয়াড়রাই ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছি, বিশেষত আমি। ভারতরে সল্ট লেকে আমরা দারুণ খেলেও জিততে পারিনি। এবার এখানে জয়টা পেলে দারুণ হবে’ অনুশীলন শেষে বলেন ফরোয়ার্ড ইব্রাহীম। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি জয় বাংলাদেশের ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ফরোয়ার্ড ইব্রাহিমের কন্ঠে সেই সুর, ‘প্রথম ম্যাচ আমরা জিতেছি আবার মালদ্বীপ হেরেছে। ফলে আমাদের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। বাকি ম্যাচগুলো ভালো খেলতে হবে এজন্য।’

পরবর্তী ম্যাচে ভারতের বিরুদ্ধে জিততে হলে গোল করতে হবে। বাংলাদেশের মূল সমস্যা স্কোরিং। গতকাল দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটি এসেছে পেনাল্টি থেকে। গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। ভারতের বিরুদ্ধে এর ব্যতিক্রম করার প্রত্যয় সোহেল রানার, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে যত সুযোগ পাওয়া গেছে আমরা সেগুলো ফিনিশিং করতে পারিনি। ভারতের বিরুদ্ধে গোলের সুযোগ বেশি পাওয়া যাবে না। যে কয়টা পাওয়া যাবে সেগুলো কাজে লাগাতে হবে।’