শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

MUSCAT, OMAN - OCTOBER 21: Afif Hossain of Bangladesh plays a shot during the ICC Men's T20 World Cup match between Bangladesh and PNG at Oman Cricket Academy Ground on October 21, 2021 in Muscat, Oman. (Photo by Francois Nel-ICC/ICC via Getty Images)

শ্রীলঙ্কা-চ্যালেঞ্জ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার টুয়েলভ যাত্রা। শারজাহ স্টেডিয়ামে ম্যাচের আগে টসে জিতে বোলিং নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

নতুন খবর হচ্ছে, শারজার স্টেডিয়ামকে দেখে মিরপুর শেরে বাংলা মনে হয়েছে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এমনটাই বলেছিলেন। টস জিতলে ব্যাটিং নেওয়ার পরিকল্পনাও ছিল আগের। আজ শ্রীলঙ্কা টস জিতলেও বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। তাই সিদ্ধান্তটা মনের মতোই হয়েছে মাহমুদউল্লাহর।

উইকেটে স্পিন ধরবে বিধায় বাংলাদেশ একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার নিয়েছে একাদশে। তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। টাইগার একাদশে এই একটাই পরিবর্তন। ঠিক উল্টোটা ঘটেছে শ্রীলঙ্কার একাদশে। রহস্য স্পিনার খ্যাত মহীশ থিকসানা চোট পাওয়ায় তার জায়গা এসেছেন পেসার বিনুরা ফার্নান্ডো।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চরিত আসালাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো