শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলে পরিবর্তন

বাংলাদেশ- শ্রীলঙ্কা খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দুই হার মেনে নিতে চায়না, তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আর কিছুক্ষণ পর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আর এই ম্যাচে উইনিং কম্বিনেশন থাকছে না। একাদশ ফিরছেন নাসুম আহমেদ। বাদ পড়েছেন ফার্স্ট বোলার তাসকিন আহমেদ।

আজ বাংলাদেশের খেলা শারজার মাঠে। আর শারজার এই উইকেট কিছুটা স্পিন সহায়ক। তাই বাংলাদেশের একাদশে স্পিন শক্তি বাড়াতেই নাসুম আহমেদকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে গেল ম্যাচে দারুণ বোলিং করা তাসকিনকে বাইরে রেখে একাদশ সাজানো হয়েছে।

যদিও পাপুয়া নিউ গিনির বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ‘স্পিড স্টার’ তাসকিন আহমেদ। মাত্র ১২ রানের বিনিময় নিয়েছেন ২ উইকেট। কিন্তু টিম কম্বিনেশনের কারণে বাদ পড়তে হচ্ছে তাসকিনকে।

বাংলাদেশের একাদশ:
নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।