সরাসরি মূল পর্বে খেলার হাতছানি বাংলাদেশের সামনে

সুপার টুয়েলভের ৪টি দলকে পেরিয়ে আসতে হবে প্রাথমিক পর্বের বাধা। বাংলাদেশকেও লড়তে হচ্ছে প্রাথমিক পর্বে। আগামী বছরই অস্ট্রেলিয়াতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। সেই আসরে সরাসরি খেলার সুযোগ আছে বাংলাদেশের সামনে।

এবারের আসরে তৃতীয়বারের মত প্রাথমিক পর্বে খেলছে বাংলাদেশ। গত দুইবারের মত যদি এবারো মূল পর্বে যেতে পারে বাংলাদেশ তাহলে অস্ট্রেলিয়া আসরে খেলা নিশ্চিত হবে তাদের।

সম্প্রতি এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া আসরে সুপার টুয়েলভে সরাসরি খেলবে ৮টি দল। সেই ৮ দল বাছাই করার পদ্ধতিও জানা গেছে। এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৪ই নভেম্বর। ফাইনালে যে দুই দল লড়বে তারা ২০২২ সালের বিশ্বকাপের সেরা দুই বাছাই হবে।

ফাইনালের পরেরদিন অর্থাৎ ১৫ই নভেম্বর আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সুপার টুয়েলভে খেলা দলগুলোর মধ্যে শীর্ষ ৬ দলও পাবে সুপার টুয়েলভে সরাসরি খেলার সুযোগ। ফাইনালের দুই দলের সাথে র‍্যাংকিংয়ের ৬ দল মিলে মোট ৮ দল সরাসরি খেলবে অস্ট্রেলিয়া আসরের সুপার টুয়েলভে। এবারের আসরে সুপার টুয়েলভে খেলা বাকি চার দলকে পরের আসরে খেলতে হবে প্রাথমিক পর্বে।

বিশ্বকাপ শুরুর আগে র‍্যাংকিংয়ের ৬ নম্বরে আছে বাংলাদেশ। ১৫ই নভেম্বর পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে পরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলতে পারবে বাংলাদেশ। আবার যদি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দল হয় সেক্ষেত্রে আটের মধ্যে থাকলেও সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।