সাকিবের কলকাতাকে বিশাল রানের লক্ষ্য ছুঁড়ে দিল চেন্নাই

কিছু সমীকরণ স্বপ্ন দেখাবে আপনাকেও। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান। অর্থ্যাৎ, প্রথমে ব্যাটিং করবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মজার ব্যাপার হলো, পুরো টুর্নামেন্টে যেই ৫টি ম্যাচ হেরেছে চেন্নাই, তার প্রতিটিই প্রথমে ব্যাটিং করে। অপরদিকে, কলকাতার জেতা ছয়টি ম্যাচেই জয় এসেছে প্রথমে ফিল্ডিং করে। যদি দুইয়ে দুইয়ে চার মেলাতে যান, তাহলে ট্রফিটা ওঠার কথা সাকিবের কলকাতার হাতেই।

২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর; দুইবারেই স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান। আরো একবার ফাইনালে কলকাতা; এবারও কেকেআর স্কোয়াডে আছেন সাকিব। কলকাতার সমর্থকেরা তো শিরোপা জয়ের স্বপ্নটা দেখতেই পারে।

ভক্ত সমর্থকদের আশা দেখাতে পারে আরো একটি তথ্য। যেই দুইবার ট্রফি জিতেছে কলকাতা, দুইবারেই প্রথমে ফিল্ডিং করেছে তারা। তৃতীয়বারেও ফিল্ডিংয়ে কেকেআর; জয়ের স্বপ্নটা তো দেখতেই পারে ইয়ন মরগানের দল।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিবের কলকাতাকে বিশাল রানের লক্ষ্য ছুঁড়ে দিল চেন্নাই। ২০ ওভারে চেন্নাই করেছে ১৯৩।