সাকিব একজন চ্যাম্পিয়ন, তাকে পাওয়া বাংলাদেশের সৌভাগ্য: রিয়াদ

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেট ইতিহাসে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। এই তো গতকালকেই ক্রিকেট কিংবদন্তি শহীদ আফ্রিদিকে পিছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহক হয়েছেন সাকিব আল হাসান। শুধু তাই নয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দুর্দান্ত শুরু করেছেন সাকিব আল হাসান। ‌গতকালকে পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাট হাতে ৪৬ রানের পাশাপাশি বল হাতে ৯ রানে তুলে নিয়েছেন চারটি উইকেট। বিশ্বকাপে এটি তার সেরা বোলিং ক্যারিয়ার।

এদিকে নিজের সেরা বোলিংয়ের পাশাপাশি বিশ্বকাপে ৩৯ উইকেট নিয়ে আফ্রিদির পাশে বসলেন সাকিব। আরেকটি উইকেট পেলে তিনি বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়ে ফেলবেন। বৈশ্বিক ইভেন্টে শেষ ছয় জয় পাওয়া ম্যাচে ছয়টিতেই বাংলাদেশের নায়ক তিনি। এর আগের ম্যাচে ওমানের বিপক্ষে ৪২ রানের সঙ্গে পেয়েছিলেন ৩ উইকেট।

এর আগে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে হারানোর নায়কও হয়েছিলেন তিনি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউ জিল্যান্ড বধের পুরস্কারটা সাকিবই পেয়েছিলেন। চ্যাম্পিয়ন ক্রিকেটার বুঝি একেই বলে।

এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ তো সংবাদ সম্মেলনে এমনটাই বললেন, “আমি তো সবসময় বলি সাকিব বাংলাদেশের চ্যাম্পিয়ন খেলোয়াড়। তার মত পারফর্মার পাওয়া বাংলাদেশ দলের সৌভাগ্য। পুরো ক্যারিয়ার জুড়েই কি দুর্দান্ত। সে একজন চ্যাম্পিয়ন।”