স্কটল্যান্ডের বিপক্ষে জিততেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

কিছুক্ষণ পরই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে।

ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের একাদশে কারা থাকছেন তা নিয়ে সমর্থকদের আগ্রহের শেষ নেই।

অবশ্য ম্যাচের ঠিক আগের দিন শনিবার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, একাদশে স্পিনার বেশি থাকবে না- এটা আপনাদের বলে দিলাম।

অধিনায়কের কথায় স্পষ্ট- আমিরাতের উইকেটে টিম ম্যানেজমেন্ট পেসারদের ওপরই বেশি আস্থা রাখছে। ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈম ও লিটন দাসের থাকার সম্ভাবনাই বেশি।

ওয়ান ডাউনে সৌম্য সরকার, চারে মুশফিকুর রহিম, পাঁচে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। ছয় নম্বরে অধিনায়ক মাহমুদউল্লাহ।

সাতে আফিফ হোসেন, আটে নুরুল হাসান সোহান। লোয়ার অর্ডারে পরিস্থিতি অনুসারে ব্যাটসম্যানদের নামাতে পারে ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।