স্ত্রীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন ইমরান খান

সারাবিশ্ব থেকে লাব্বাইক ধ্বনিতে পবিত্র নগরী মক্কার দিকে যাচ্ছে মুমিন মুসলমান নর-নারী। যাদের অনেকেই মক্কা গিয়েই আদায় করবেন ওমরা। হজের আগে নারী-পুরুষের ওমরা পালনের ধারাবাহিক নিয়মগুলো যেমন জেনে নেয়া জরুরি।

নতুন খবর হচ্ছে, পবিত্র মসজিদে নববিতে নামাজ আদায় ও রওজা শরিফ জিয়ারত করতে মদিনায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার (২৩ অক্টোবর) প্রতিনিধি দলসহ ইমরান খান মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন।

বিমানবন্দরে ইমরান খানকে অভ্যর্থনা জানান মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন খালিদ আল ফয়সালসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় পবিত্র মসজিদে নববিতে নামাজ আদায় করেন এবং মহানবী (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেন।

এরপর ইমরান খান সস্ত্রীক পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে গমন করেন। সেখানে মক্কার গভর্নর প্রিন্স বদর বিন সুলতান ও অন্যান্য সরকারি কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান। ওমরাহ পালনকালে তিনি পবিত্র কাবা ঘরে প্রবেশ করেন।

যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ইমরান খান পাকিস্তান সরকারের শীর্ষ প্রতিনিধি দলসহ তিন দিনের সফরে সৌদি গমন করেন। আগামীকাল ২৫ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য মধ্যপ্রাচ্য সবুজ উদ্যোগ (এমজিআই)-এর উদ্বোধনী সামিটে অংশ নেবেন।

সূত্র : আরব নিউজ