স্বপ্ন নিয়ে এসেছিলাম, সৌভাগ্য হয়নি: পাইলট

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে পাইলট অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে হেরে গেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রাজশাহী বিভাগ থেকে একমাত্র পরিচালক পদের জন্য নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। প্রথমবারের মত নির্বাচনে অংশ নিয়ে হেরে গেলেও পাইলট শুভকামনা জানিয়েছেন বিজয়ী প্রার্থীকে।

নির্বাচনে পাইলট প্রার্থিতা করেছিলেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পাবনা জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থীরা করা মো. সাইফুল আলম স্বপন চৌধুরী। ক্যাটাগরি-১ অর্থাৎ আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি ক্যাটাগরিতে জয়লাভ করতে চলেছেন মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, যিনি আগেও বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে হেরে গেলেও রাজশাহী বিভাগে ৮ ভোটার তথা কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাইলট। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘যারা কাউন্সিলর ছিলেন সবাইকে ধন্যবাদ। হয়ত আমার প্রতিদ্বন্দ্বীকে বেশি যোগ্য মনে করেছেন, তাই তাকে ভোট দিয়েছেন। আশা করি তার মাধ্যমে রাজশাহী ও বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে।’

নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাতে ভুলেননি পাইলট। তিনি জানান, ‘যারা আসবেন, তাদের জন্য সবসময় শুভকামনা, বাংলাদেশের ক্রিকেটকে যেন আরও সামনে নিয়ে যেতে পারেন।’

ভবিষ্যতে বিসিবি নির্বাচনে আবারও অংশ নেবেন জানিয়ে পাইলট আরও বলেন, ‘যারা কাউন্সিলর তাদের ভোটটা গুরুত্বপূর্ণ। তারাই আসলে বিচার করবেন কোন মানুষকে আনা উচিত। তারা হয়ত আমার প্রতিপক্ষকে আরও যোগ্য মনে করেছেন। আমার স্বপ্ন ছিল আমি আসব, ভালো কিছু করব। যেহেতু খেলেছি, এরপর মাঠ বা খেলোয়াড় তৈরি করা- এসব অভিজ্ঞতা হয়েছিল। সে স্বপ্ন নিয়ে এসেছিলাম। সেই সৌভাগ্য হয়নি। কিন্তু চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর করে নির্বাচন করার।’