স্মিথের টি-টোয়েন্টি দলে থাকা উচিত নয়: ওয়ার্ন

অস্ট্রেলিয়ার ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে স্মিথ অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, শনিবার (৩০ আগস্ট) টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। এ পরাজয়ে অজি টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন শেন ওয়ার্ন। স্টিভেন স্মিথকে বসিয়ে শন মার্শকে একাদশে খেলানোর পরামর্শও দিয়েছেন এই কিংবদন্তি লেগ স্পিনার।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন স্মিথ। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ২৮ রান করলেও দুই ম্যাচেই তাঁর স্ট্রাইকরেট ছিল তুলনামূলক ধীরগতির (১১০ এর নিচে)।

ওয়ার্ন টুইটারে লিখেন, ’স্টইনিসকে আরও উপরের দিকে খেলানো উচিত। অজিদের পরিকল্পনা খুবই বাজে। স্মিথকে আমি পছন্দ করি কিন্তু টি-টোয়েন্টি দলে তাকে রাখা উচিত না। তার জায়গায় মার্শকে খেলানো যায়।’

ইংল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন না মার্শ। এই মিডল অর্ডার ব্যাটারের অনুপস্থিতিতে এদিন ব্যর্থ ছিল অজি ব্যাটিং লাইনআপ। অস্ট্রেলিয়ার এমন একাদশ নির্বাচন দেখে হতাশ ওয়ার্ন।

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ নির্বাচন প্রসঙ্গে ওয়ার্ন লিখেন, ‘মার্শ একাদশে নেই এবং ম্যাক্সওয়েল পাওয়ার প্লেতে ব্যাটিং করেছে অস্ট্রেলিয়ার এমন দল নির্বাচন হতাশাজনক।’