হাই ভোল্টেজ ম্যাচে রাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্দশ আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে আজ রবিবার (২৪ অক্টোবর) মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আসরে দুই দলেরই এটি প্রথম ম্যাচ। সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, যে ম্যাচের ভেন্যু দুবাই স্টেডিয়াম।

এদিকে রাজনৈতিক বৈরিতায় ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না অনেক দিন ধরে। দুই দলের ধ্রুপদী লড়াই দেখা যায় শুধু বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মত বহুজাতিক আসরেই। রবিবারের ম্যাচটিকে ঘিরে তাই উত্তেজনায় বুঁদ গোটা ক্রিকেট দুনিয়া।

ভারতের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রিশভ পান্ট (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।