হায়দরাবাদের অধিনায়কত্ব হারানোর কারণ জানা নেই ওয়ার্নারের

এবারের মৌসুমের শুরুতে সানরাইজার্স হায়দরাবাদের তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু কেন তাকে সরানো হলো এ বিষয়ে কিছুই জানানো হয়নি তাকে।

এদিকে অধিনায়ক হিসেবে হায়দরাবাদকে অতীতে বহু সাফল্য এনে দিয়েছেন ওয়ার্নার, জিতিয়েছেন একটি শিরোপাও। ব্যাটারদের মধ্যে তো আইপিএলের ইতিহাসের সেরাদের মধ্যেই থাকবেন তিনি। কিন্তু এবারের মৌসুমের শুরুতেই বাজে ফর্মে ভুগছিলেন। দল হিসেবেও শুরুটা ভালো করতে পারেনি হায়দরাবাদ। ফলে দলের অধিনায়কত্বে আসে পরিবর্তন।

ওয়ার্নারের দাবি, কেন তাকে সরিয়ে দেওয়া হলো এ বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘মালিকপক্ষ, ট্রেভর বেইলিস, লক্ষ্মণ, মুডি এবং মুরালি সকলের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি- যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন তা সর্বসম্মতই হওয়া উচিত। আপনি জানেন না আপনি কার পক্ষে যাচ্ছেন এবং কার পক্ষে যাচ্ছেন না।’

তিনি বলেন, ‘আমার জন্য আরেকটি হতাশাজনক বিষয় ছিল অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ না জানানো। যদি আপনি ফর্মের কথা বলেন সেক্ষেত্রে তা বিবেচনা করা খুবই কঠিন ছিল কারণ আপনি অতীতে যা করেছেন তার কিছুটা হলেও আপনি আগামীতে নিয়ে যাবেন।’

তিনি আরও বলেন, ‘যখন আপনি দলের হয়ে ১০০ এর চেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছেন, মনে হয় এ মৌসুমের শুরুর পাঁচ ম্যাচের চারটিতে আমি ভালো করতে পারিনি, তারপর এ ধরনের ঘটনা মেনে নেওয়া সত্যিই কষ্টদায়ক। আরও অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর হয়ত আমি কখনোই পাব না। কিন্তু আমি চাই আরও একবার হায়দরাবাদের হয়ে মাঠে নামতে, তবে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত দল মালিকদের ওপর।’