২০২৩ এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান

‘ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান’স গেইম’ বলে একটি কথা আছে। কিন্তু কোথাও লেখা দেখিনি বা শুনিনি যে ‘ক্রিকেট ইজ এ ফানি গেইম’। তবে অনেকেই মনে করে ক্রিকেট একটি মজার খেলা। আসলে মনে করাটাই স্বাভাবিক, কেননা ডব্লিউ জি গ্রেসের মতে এই আধুনিক ক্রিকেটটা আসলেই কয়েক’শ কোটি মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে।

নতুন খবর হচ্ছে, ২০২৩ এশিয়া কাপের আয়োজক দেশ হলো পাকিস্তান। আজ শুক্রবার (১৫ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক। বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয় ২০২৩ এশিয়া কাপ আয়োজন করা হবে পাকিস্তানের মাটিতে।

যদিও কিছুদিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তানের মাটিতে সব ধরনের ক্রিকেট ম্যাচে ফেরাতে চান পাকিস্তানের বর্তমান সভাপতি রমিজ রাজা।

আজ এসিসির বৈঠকে পাকিস্তানি ২০২৩ এশিয়া কাপ আয়োজনের জন্য প্রস্তাব রাখেন বিসিসিআইয়ের সচিব জয় প্রস্তাব। ২০২৩ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণে। যেহেতু ২০২৩ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আছে, তাই এশিয়া কাপও ওয়ানডে সংস্করণে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।