৫ উইকেট পতন, সোহান-শামীমের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

আবুধাবির টলারেন্স ওভালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

শুরুতেই লিটন দাস ও নাঈম শেখকে হারায় বাংলাদেশ। লিটন ১৬ রান করে দুশমন্থ চামিরার শিকারে পরিণত হলে প্রথম উইকেট হারায় টাইগাররা। তাকে অনুসরণ করে নাঈম সাজঘরের পথ ধরেন ব্যক্তিগত ১১ রানে, যার উইকেট শিকার করেছেন মাহিষ থিকশানা।

এই দুই ব্যাটারের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। তাদের সাবধানী ব্যাটিংয়ে বাংলাদেশের দলীয় ইনিংস অর্ধশত ছুঁলেও মুশফিক থিতু হতে পারেননি। ১৩ রান করে দাসুন শানাকার বলে তিনিও ধরেন সাজঘরের পথ। তবে বলের সাথে পাল্লা দিয়ে রান বাড়ানোর চেষ্টা চালাতে থাকেন সৌম্য।

সৌম্যকে ক্রিজে রেখেই আউট হয়ে যান আফিফ। তার ব্যাট থেকে আসে ১১ রান। আফিফের উইকেট শিকার করেন লাহিরু কুমারা।

তবুও সৌম্য লড়ে যাচ্ছিলেন, রানের গতি বাড়ানোরও চেষ্টা করেছেন অনবরত। তবে তাকে থামতে হয়েছে ৩৪ রান করে, ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হয়ে।

এই প্রতিবেদন লেখার সময় ১৬ ওভার খেলা হয়েছে, তাতে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের দলীয় সংগ্রহ ১১৭ রান।