৮ ওভার বোলিং করে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন অপু

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে অপু অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, জাতীয় ক্রিকেট লিগের ২০২১-২২ মৌসুমের খেলা শুরু হয়েছে আজ। জাতীয় দলের তারকা ক্রিকেটার ছাড়াই শুরু হওয়া এবারের আসরে প্রথম দিনের শুরুতেই দেখা গেল চরম ব্যাটিং বিপর্যয়। অন্যদিকে বল হাতে একাই তুলকালাম চালিয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় সিলেট বিভাগ ও ঢাকা বিভাগ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। ব্যাটিংয়ে নেমে প্রথম বল থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। নাজমুল ইসলাম অপু ও সোহরাওয়ার্দী শুভর বোলিংতোপে মাত্র ২২ ওভারে ৬৭ রানেই শেষ হয় সিলেটের প্রথম ইনিংস।
৮ ওভার বোলিং করে ১ মেডেনে মাত্র ২৩ রান খরচায় ৬ উইকেটে নেন অপু। যা প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। অপু আউট করেন জাকির হাসান, জাকের আলী অনিক, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেনকে।

এছাড়াও সোহরাওয়ার্দী শুভ নেন ৩ উইকেট।