অন্য ধর্মকে ছোট করে দেখার বিধান ইসলামে নেই: ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামের উদ্দেশ্য ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। ইসলামি জীবনাদর্শ বিশ্বের সব মানুষের জন্য। ইসলামের লক্ষ্য হলো মানুষের সমাজে শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা।

নতুন খবর হচ্ছে, ইসলাম ধর্মে অন্য ধর্মকে ছোট করে দেখার কোনও বিধান নেই বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেছেন, ‘আমাদের প্রিয় নবী ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই এ দেশের মানুষ। সবাই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে মিলেমিশে দেশের উন্নয়ন করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনও সহিংসতা হতে দেওয়া হবে না।’

বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি এ কথা বলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন, ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক ফজলুর রহমান, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহীন, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা।