অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে সরকার গঠনের পর প্রথমবারের মতো বড় আকারের নিয়োগ দিল তালেবান সরকার। ১৭ প্রদেশের গভর্নর, ১৫ প্রদেশের ডেপুটি গভর্নর, ১০ প্রদেশের পুলিশ প্রধানসহ মোট ৪৪ জনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিল তালেবান সরকার। সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে তালেবান।

নতুন খবর হচ্ছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির নেতৃত্ব একটি প্রতিনিধি দল আগামীকাল বুধবার (১০ নভেম্বর) পাকিস্তান সফরে যাচ্ছেন।
পাকিস্তান সফরে যাচ্ছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার এক টুইটার পোস্টে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাদির বালখি এমন তথ্য নিশ্চিত করেছেন।-খবর ডনের

তিনি বলেন, সফররত প্রতিনিধি দল দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। এছাড়া অর্থনীতি, ট্র্যানজিট, শরণার্থীসহ নাগরিকদের যাতায়াতের সুবিধাও আলোচনায় থাকবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি গত মাসে কাবুল সফরে গিয়েছিলেন। তখন তিনি মুত্তাকিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

গেল ১৫ আগস্ট মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সাবেক এই বিদ্রোহীদের সরকারকে স্বীকৃতি না দিলেও পেশওয়ার, করাচি ও কোয়েটার কনস্যুলেটসহ ইসলামাবাদে কাবুল দূতাবাসের নিয়ন্ত্রণ নিতে তালেবানকে অনুমতি দিয়েছে।

পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, তালেবার সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য মোত্তাকি। তিনি সফরে আসলে দুদেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হবে বলেই প্রত্যাশা করছি।