অস্ট্রেলিয়া- পাকিস্তান এর খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।
নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে জিতে যদি পাকিস্তান ফাইনালে পৌঁছে যায়, তাহলে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ফাইনাল ম্যাচ দেখতে দুবাই যাবেন বলে জানা গেছে।
পাকিস্তান সরকারের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবর জানাচ্ছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এআরওয়াই নিউজ। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রত্যাশিত এ সফরের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
শুধু ইমরান একা নন, পাকিস্তান ফাইনালে উঠলে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও তার সঙ্গে দুবাই সফরে যাবেন। তবে সবকিছুই আজকের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের ওপর নির্ভর করছে।
বিশ্বকাপের দুইবারের ফাইনালিস্ট দল পাকিস্তান। আজ অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে তিনটি ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করবে তারা।