পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মালিক-রিজওয়ান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটাররা।
নতুন খবর হচ্ছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ খেলা নিয়ে শঙ্কা নেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ দুই সদস্য শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানের।
অস্ট্রেলিয়া ম্যাচের আগে মালিক ও রিজওয়ান দুইজনই ফ্লুতে আক্রান্ত হন। এতে সেমিফাইনালে তাদের অংশগ্রহণ নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তা।
দুইজনই ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন। সাবধানতার অংশ হিসেবে করোনা পরীক্ষা করা হয়। তবে সেই পরীক্ষায় দুইজনই নেগেটিভ সনদ পান। তবুও অনুশীলন সেশনে অংশ নেননি, মেডিকেল টিমের পরামর্শে বিশ্রামে ছিলেন।
পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট তখন জানিয়েছিল, ম্যাচের দিনই সিদ্ধান্ত নেওয়া হবে এই দুই তারকার ব্যাপারে। অবশেষে সেমিফাইনালের কয়েক ঘণ্টা আগে পাকিস্তান নিশ্চিত করল, ম্যাচ খেলার মত ফিট আছেন মালিক ও রিজওয়ান।
ফলে অজিদের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের বিবেচনায় স্বভাবতই থাকছেন তারা। চলতি আসরে মালিক ও রিজওয়ান দুইজনই দারুণ ফর্মে রয়েছেন। দলকে সেমিফাইনালে তুলতেও রেখেছেন বড় ভূমিকা। সেমিফাইনালেও দল তাকিয়ে থাকবে এই দুই পারফর্মারের দিকে।