নিউজিল্যান্ড এর ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে জিমি নিশাম অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, বিগত কয়েকটি আইসিসি বৈশ্বিক টুর্ণামেন্টে ফেভারিটদের তালিকায় রয়েছে নিউজিল্যান্ড। প্রতিটি টুর্নামেন্টের ফাইনাল খেলা যেন তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে তারা।
তবে এখানে শুধু তারা ফাইনাল ম্যাচ খেলতে আসেনি, এসেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে নিয়ে যেতে। গত বুধবার আবুধাবিতে প্রথম সেমিফাইনাল ম্যাচে জিমি নিশামের ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পায় নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর উল্লাসে মেতে ওঠে পুরো নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে সেখানে নিশ্চুপ বসে ছিলেন জিমি নিশাম। তাইতো দুর্দান্ত এক ম্যাচে জয়ের পর তার নিশ্চুপ বসে থাকা এক টুইটারের প্রশ্নের জবাবে জিমি নিশাম বলেন,
“সেমিফাইনাল জিতে উদযাপন করাই যায়। তবে অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে শুধু একটা সেমিফাইনাল জিততে তো আসিনি। দল হিসেবে আমরা অনেক অভিজ্ঞ। গত পাঁচ ছয় বছর ধরে টুর্নামেন্টগুলোতে আমরা প্রচণ্ড ধারাবাহিক পারফরম্যান্স করে আসছি।