ভারতের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে কোহলি অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, কঠিন এক সময় পার করছে ভারত ক্রিকেট দল! বিশ্বকাপে একের পর এক ব্যর্থতার গল্পে আপাদমস্তক জুড়ে আছে মেন ইন ব্লুদের নাম। সেই দলেরই অধিনায়ক হিসেবে সোমবার নামিবিয়ার বিপক্ষে ভিরাট কোহলি খেলে ফেলেছেন নিজের শেষ ম্যাচ। দলের ব্যর্থতা নিয়ে এবার এক আবেগঘন বার্তা দিলেন সদ্য বিদায়ী অধিনায়ক, চাইছেন নতুন করে ঘুরে দাঁড়াতে।
“আমরা আবারো শক্তিশালী দল হিসেবে ফিরে আসবো এবং নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাবো”– সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট করে জানিয়েছেন কোহলি।
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হয়েও আগাগোড়াই ব্যর্থ ভারতীয়রা। দলে সঠিক পরিকল্পনার অভাব না থাকলেও প্রত্যাশিত ফলাফল আসেনি। হতাশায় মোড়া একটি দলের বর্তমান চিত্র তুলে ধরে সাবেক এই অধিনায়ক জানান, “একসাথে একটি দল হিসেবে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে চেয়েছিলাম। দুৰ্ভাগ্যবশতঃ আমরা যা চেয়েছি সেটা করতে ব্যর্থ হয়েছি। দল হিসেবে আমাদের চেয়ে হতাশ আর কেউ হয়নি”