বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে আমিনুল ইসলাম অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন আমিনুল ইসলাম। বিশ্বকাপ শুরুর আগে তাঁকে আবার দেশে পাঠানো হয়। কিন্তু এখন বিশ্বকাপ শেষ হতে না হতেই এখন লেগ স্পিনারের অভাব টের পাচ্ছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘অনেক লেগ স্পিনারই এবারের বিশ্বকাপে ভালো করছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাবরেজ শামসি, আদিল রশিদ ও রশিদ খানরা আছেন এঁদের মধ্যে। আমিরাতে আইপিএলের খেলাও হয়েছে। সেখানেও লেগ স্পিনাররা ভালো করছেন।’
আমিনুলও যে পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে সুযোগ পাবেন, সেই ইঙ্গিত দিয়েছেন রঙ্গনা, ‘বিপ্লব (আমিনুল) আগামী দুই সিরিজে সুযোগ পাবে, আশা করি সে ম্যাচ খেলার সুযোগ পাবে।’
দলে লেগ স্পিনার না থাকলেও বাকি যাঁরা ছিলেন, তাঁরা ভালোই করেছেন। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ দলের ভরাডুবি হওয়ায় সেটি ঢাকা পড়ে যাচ্ছে। যেমন অফস্পিনার মেহেদী হাসানের পারফরম্যান্সে খুশিই মনে হলো রঙ্গনাকে।
তিনি বলেছেন, ‘আমি মেহেদীর বিশ্বকাপ পারফরম্যান্সে খুবই খুশি। সে এখন র্যাঙ্কিংয়ের ৯ নম্বর বোলার। সে যে ভালো করছে এটাই তার প্রমাণ। তার শেখার আগ্রহ আছে। ম্যাচের অবস্থাও ভালো পড়তে পারে।’