আমি ইতিহাস রচনা করতে চাইঃ এমবাপ্পে

মাত্র ২২ বছর বয়সে ফ্রান্সের হয়ে গোল করে ফেলেছে ২৩টি। এই বয়সে জাতীয় দলের হয়ে গোলের হিসেবে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়েও তার সংখ্যাটা বড়। গতকালও (শনিবার) রাতেও গড়েছেন দারুণ

টুইটারকাজাখাস্থানের বিপক্ষে ফ্রান্সের হয়ে ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিক করেছেন। আর তাতেই ৩৬ বছর পর ফ্রান্সের জার্সি গায় প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে হ্যাট্রিক করার কীর্তি গড়লেন। ম্যাচের শেষদিকে আরও এক গোল করে দীর্ঘ ৬৩ বছর পর প্রথম ফরাসি ফুটবলার হিসেবে এক ম্যাচে চার গোল করার নজির সৃষ্টি করেন। এর আগে ১৯৫৮ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে যে কীর্তি গড়েছিলেন কিংবদন্তি জো ফন্টেইন।

তরুণ বয়সেই একের পর এক রেকর্ড গড়লেও এখনই থেমে যেতে চান না কিলিয়ান এমবাপ্পে। ২২ বছর বয়সী পিএসজি তারকা