বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে লিটন অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স মনে করছেন, টেস্টে লিটন দাসের প্রথম সেঞ্চুরির পর যে কেউই লিটনকে ‘ক্লাস ব্যাটার’ হিসেবে মেনে নিতে বাধ্য। টেস্ট ক্রিকেটে শিষ্যের এমন পারফরম্যান্সে স্বস্তিও প্রকাশ করেছেন এই দক্ষিণ আফ্রিকান।
পাকিস্তানের বিপক্ষে চাপের মুখে শতক তুলে নিয়ে লিটন শুধু দলকে খাদের কিনার থেকেই তোলেননি, একইসাথে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ছিল নজরকাড়া কিছু শটও।
লিটনের এমন পারফরম্যান্স দেখে তার নিন্দুকও যেন ভক্ত হয়ে যেতে বাধ্য। প্রিন্স বলেন, ‘তার আজকের ব্যাটিং দেখে যে কেউ দ্বিধাহীনভাবে স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটার। আজ সে সেটাই দেখিয়েছে। সর্বশেষ টেস্টে ৯৫ রান করেছিল, অল্পের জন্য শতক পায়নি। আজ শতক করতে পেরেছে।’
গত কয়েক মাস রান খরায় থাকায় লিটন রানে ফিরতে খুব বেশি কিছু পরিবর্তন করেননি, জানান প্রিন্স। তিনি বলেন, ‘দুই-একটি টেকনিক্যাল জিনিস নিয়ে কাজ করেছে। ক্রিজে দারুণ ভারসাম্য দেখিয়েছে। এত স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে, এটা দেখা অনেক উপভোগ্য ছিল। ড্রেসিংরুমে সবাই অনেক খুশি ছিল। বিশ্বকাপে ব্যর্থতার সময় আমি তাকে কিছু বলিনি। সে নিজেই আগেভাগে চট্টগ্রামে এসে টেস্টের জন্য তৈরি হয়েছে।’