ওপার বাংলার মিথুনকে পিটিয়ে বাংলা টাইগার্সকে জেতালেন জ্যাকস

‘ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান’স গেইম’ বলে একটি কথা আছে। কিন্তু কোথাও লেখা দেখিনি বা শুনিনি যে ‘ক্রিকেট ইজ এ ফানি গেইম’। তবে অনেকেই মনে করে ক্রিকেট একটি মজার খেলা। আসলে মনে করাটাই স্বাভাবিক, কেননা ডব্লিউ জি গ্রেসের মতে এই আধুনিক ক্রিকেটটা আসলেই কয়েক’শ কোটি মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে।

নতুন খবর হচ্ছে, টানা দুই ম্যাচ হারের পর অবশেষে এবারের টি-টেন লিগে প্রথম জয়ের দেখা পেল বাংলা টাইগার্স। নিজেদের তৃতীয় ম্যাচে নর্দান ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

এদিন আবু ধাবিতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। ১৩ রানের ভেতর নর্দানের দুই ওপেনারকে ফেরালেও পাওয়েল ঝড়ে তাদের অল্প রানে আটকাতে পারেনি ডু প্লেসিসের দল৷ ২৭ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে নর্দানকে ৪ উইকেটে ১২৬ রানের বড় সংগ্রহ এনে দেনে অধিনায়ক রভমেন পাওয়েল। এছাড়াও মইন আলী করেন ১২ বলে ২৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি টাইগার্সের৷ দলীয় ৩৩ রানের ভেতর ফিরে যান দুই ওপেনার হযরতুল্লাহ জাজাই ও ডু প্লেসিস। তবে এরপর ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। জাজাইকে ফেরানো ভারতের ওপার বাংলার বোলার অভিমন্যু মিথুনের এক ওভারে নেন ২০ রান।

উইল জ্যাকসের সাথে শেষদিকে ছার-ছক্কার ঝড়ে যোগ দেন বেনি হাওয়েল। মাত্র ১১ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়াও ফিফটি তুলে নেওয়া জ্যাকস অপরাজিত থাকেন ২৩ বলে ৫৭ রানে। ৫ বল আগেই ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলা টাইগার্স।